ওমানকে হারিয়ে বাংলাদেশের যাত্রা শুরু
এশিয়া কাপ হকি
ওমানের সালালাহ শহরে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী ওমানকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বুধবার (২৪ মে) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে তাসিন আলী ও জাহিদ হোসেন গোল করেন। খেলা হয়েছে ১৫ মিনিট করে চার কোয়ার্টারে। প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারে নেমে বাংলাদেশ দুর্বার। তিন মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ওমানকে ব্যাকফুটে ঠেলে দেয়।
খেলার ২২ মিনিটে রকিবুল হাসানের ডান প্রান্তের পাসে তাসিন আলী পোস্টেও সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জোরালো হিটে লক্ষ্যভেদ করেন (১-০)। ২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়। রকিবুলের রিভার্স হিটে গোলকিপার পা দিয়ে রুখে দেন, ফিরতি বলে তাসিনের উড়ন্ত হিটে পোস্টেও একদম সামনে থেকে জাহিদ হোসেন টোকায়
গোল করেন (২-০)। তৃতীয় কোয়ার্টারে ওমানে ম্যাচে ফেরার চেষ্টা করে। তাদের একটি প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত হয়। বাকি সময় চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশ দুই গোলের লিড ধরে রেখে ম্যাচ জিতেই টার্ফ ছেড়েছে। ম্যাচসেরা হয়েছেন দুই গোলের উৎসে থাকা ১০ নম্বর জার্সিধারী রকিবুল। এর আগে উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপে তৃতীয় ম্যাচে মালয়েশিয়া ৮-১ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে। গ্রুপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আজ বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে।