পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। সেখানে আগামী দশদিন থাকবেন এ তারকা দম্পতি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফেসবুকে এক ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। ওই ভিডিওতে সবার কাছে দোয়া চান অনন্ত জলিল ও বর্ষা।
এই তারকা দম্পতির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’। এটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা।
কিছুদিন আগে এ তারকা দম্পতির বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে। এ তারকা দম্পতির ঘরে আছে দুই সন্তান। ২০১৪ সালে জন্ম নেয় আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম আবরার ইবনে জলিলের।