ওমরাহ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র ওমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছেন।  পবিত্র হজ পালনের উদ্দেশে রয়েল গেস্ট হিসেবে সৌদি আরব সফরে রয়েছেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী।

বঙ্গভবনের প্রেস উইং জানায়, শনিবার (২৪ জুন) রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র উমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।

এর আগে, শুক্রবার (২৩ জুন) সৌদি সরকারের অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে ১০ দিনের সফরে সৌদি আরবের জেদ্দায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করে।

জেদ্দায় পৌঁছালে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, কেএসএ-তে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান।

এরপর রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয় ভিভিআইপি প্রতিনিধিদলকে। পবিত্র হজ্জ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেশে ফেরার কথা রয়েছে।

এমএইচএফ