এ বর্ষায় রাউজানে ৫ লাখ গাছ লাগাবে এমপি ফজলে করিম

এবার বর্ষায় আরও ৫লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গত সোমবার একটি সভায় এ ঘোষণা দেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

যদিও তিনি বিগত কয়েক বছরে প্রায় ২৫ লাখের বেশি গাছের চারা রোপণ করেছেন। তাঁর উদ্যোগে রোপণ করা গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ফল দিতে শুরু করেছে। তাই এখন যেদিকে চোখ যায় সবুজের সমারোহ। সড়কের দুপাশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা কিংবা খালের পাড় সবখানে সারি সারি বৃক্ষ আর বৃক্ষ। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি গ্রামে দেখা মিলে নানা প্রজাতির সবুজ বৃক্ষ। এসব বৃক্ষের পেছনে শ্রম আর অর্থ দুটিই ব্যয় করে যাচ্ছেন বৃক্ষপ্রেমী রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

শুধু বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ করে থেমে থাকেননি এই সংসদ সদস্য। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচর্যার করিয়ে ফুলে ফলে ভরপুর গাছের রূপান্তর করেছেন। জাতীয় পুরস্কার অর্জন করেছেন ৪বার। এবার বর্ষায় আরও ৫লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সড়কের পাশ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের পাশে, খালের পাড়ে এসব গাছের চারা রোপণ করা হবে। সংশ্লিষ্ট সূত্র মতে, গত কয়েক বছরে তিনি প্রায় ২৫ লাখের বেশি গাছের চারা রোপণ করেছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

এরমধ্যে গত বছর ৫ লাখ গাছের চারা রোপণ করা হয় এবং ২০১৭ সালের জুলাই মাসে ১ ঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার গাছের চারা লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন