এশিয়া কাপ হকি হেরে গেল বাংলাদেশ

গতবারের মতো এবারের জুনিয়র এশিয়া কাপ হকিতেও মালয়েশিয়ার বিপক্ষে পেরে উঠল না মামুনুর রশীদের দল।  শক্তিশালী দলটির  বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারলো না।  জুনিয়র এশিয়া কাপ হকির এবারের আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ।

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার (২৫ মে) পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৫-গোলে হেরেছে বাংলাদেশ।  জয়ী দলের ইরফান সুহাইমি হ্যাটট্রিক করেন।

প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় পেল মালয়েশিয়া।  উজবেকিস্তানকে ৮-গোলে হারিয়ে শুভসূচনা করেছিল তারা।  অন্যদিকে ওমানকে ২-হারিয়ে আসা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারল।  পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে  শুক্রবার (২৬ মে) বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের।