এশিয়া কাপ খেলতে শ্রীলংকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন টাইগার ক্রিকেটাররা।
দেশ ছাড়ার আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। এসময় তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। ’
এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ বার ফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।
তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। ’
প্রসঙ্গত, এশিয়া কাপের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট (বৃহস্পতিবার) ক্যান্ডিতে শ্রীলংকার মুখোমুখি হবে। শনিবার (৩ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ম্যাচটি গড়াবে পাকিস্তানের লাহোরে।
এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। জ্বর হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাসও। এছাড়া পেসার এবাদত হোসেনেরও লিগামেন্টের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে।
এবাদত হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।