বুধবার (১২ জুলাই) থাইল্যান্ডের ব্যাংককে শুরু হচ্ছে ২৫তম এশিয়ান এথলেটিকস চ্যাম্পিয়নশিপ। দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানসহ ৫ এথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে।
ইমরানুর রহমান লন্ডন থেকে সোমবার (১০ জুলাই) ব্যাংককে পৌঁছেছেন। বাকি ৪ জনও সোমবার ঢাকা থেকে ব্যাংকক গেছেন। চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৬ জুলাই।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ কেবলই আনুষ্ঠানিকতা। তবে এবার ইমরানুর রহমানকে ঘিরে নতুন কিছু আশা করছে বাংলাদেশ এথলেটিক ফেডারেশন। কংগ্রেস ডেলিগেট হিসেবে ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রকিব মন্টু ক’দিন আগে রোববার ব্যাংকক পৌঁছেছেন।
তিনি বলেছেন, দুটি লক্ষ্য আছে এবারের চ্যাম্পিয়নশিপে এবং দুটোই ইমরানুর রহমানকে ঘিরে। এক. আমরা আশা করছি, ইমরান ১০০ মিটারে ফাইনালে খেলতে পারবেন। সেরা আটে উঠতে পারলে সেটা হবে আমাদের জন্য ইতিহাস। দুই. ভালো একটা টাইমিং করতে পারলে
অলিম্পিক গেমসে সরাসরি খেলার সুযোগ হতে পারে। এ দুটি বিষয় টার্গেট নিয়েই আমরা এগুচ্ছি।
বাংলাদেশ এই চ্যাম্পিয়নশিপ ৪টি ইভেন্টে অংশ নেবার কথা রয়েছে। ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান, ২০০ মিটার স্প্রিন্টে জহির রায়হান ও রাকিবুল হাসান, হাইজাম্পে রিতু আক্তার এবং পুরুষদের ১০০ মিটার রিলে।
তবে শেষ পর্যন্ত রিলেতে অংশ নেওয়া নাও হতে পারে। কেননা, ১২ জুলাই যদি ১০০ মিটার রিলে হয় এবং পরের দিন ১০০ মিটার স্প্রিন্ট হয় তাহলে রিলেতে অংশ নাও নিতে পারে। কারণ, সেক্ষেত্রে ইমরানের জন্য কঠিন হয়ে যাবে। তাই ইমরানের ১০০ মিটারের স্বার্থে রিলে বাদ যেতে পারে।