তাসকিন আহমেদের পর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ এই ক্রিকেটারের পথচলা দীর্ঘদিনের না। তবে এরই মধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।
আসন্ন এলপিএলে জাফানা কিংস থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশি এই ক্রিকেটারকে। জানা গেছে, এলপিএলে খেলার জন্য এনওসি চেয়ে বিসিবির নিকট এরই মধ্যে আবেদন করেছেন হৃদয়। ধারণা করা হচ্ছে তিন থেকে চার ম্যাচের জন্য অনুমতি পেতে পারেন তিনি।
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে এবারের এলপিএলে খেলবেন মোহাম্মদ মিঠুন। তিনি খেলবেন গল গ্লাডিয়েটর্সের হয়ে। এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।