সারাদেশের ন্যায় মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে বছরের প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।সোমবার (০১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের মাঠে আনন্দ মুখর পরিবেশে পাঠ্যপুস্তব উৎসব দিবস- ২০২৪ অনুষ্ঠিত হয়।এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আকতারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।
প্রধান অতিথি মতিউর রহমান মতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে।তোমরা ছাত্র-ছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। সুন্দর সুন্দর স্কুল কলেজ নির্মান হয়েছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য খন্দকার মানিক মাস্টার, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সাব্বির আহাম্মেদ প্রধান, অভিভাবক সদস্য মোশারেফ হোসেন, মোহসীন হোসেন, আমিনুল ইসলাম আমিন, মহিলা অভিভাবক সদস্য শারমিন আক্তার সুমি, শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম তালুকদার, আবুল কাশেম, মহিলা শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার প্রমুখ।