এমবাপ্পেকে বার্সা বা রিয়ালে যেতে বললেন মেসি

পিএসজির সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না লিওনেল মেসির।  চুক্তি নবায়ন না করে অবশেষে ক্লাবটি ছেড়েই দেন আর্জেন্টাইন তারকা।  শুধু তাই নয়, একই কাজ করতে সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকেও বলে গেছেন তিনি।  এমবাপ্পেও ঠিক চলছেন মেসির কথামতোই।

ফ্রি ট্রান্সফারে চলতি মৌসুমে আমেরিকান সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি।  অপরদিকে কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার গুঞ্জন অনেক আগে থেকেই।  এক্ষেত্রে রিয়াল মাদ্রিদ পরবর্তী ক্লাব হিসেবে দেখছেন ফরাসি তারকা।  যদিও পিএসজি লাভজনক এক চুক্তি করে এমবাপ্পেকে অনেকটা আটকেই রেখেছে।

ফরাসি লিগে আধিপত্য দেখালেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় সফলতা পাচ্ছে না পিএসজি।  লিওনেল মেসিকে দলে ভিড়িয়েও লাভ হয়নি তাদের।  উল্টো সম্পর্ক খারাপ হয়ে মেসি ছেড়েছেন ক্লাব।  মূলত বড় কিছু অর্জন করার জন্য এই ক্লাব ছাড়তে হবে বলে বিশ্বাস আর্জেন্টাইন তারকার।  তাইতো এমবাপ্পেকে বলে গেছেন স্প্যানিশ লিগে যোগ দেওয়ার জন্য।