এবার স্মার্ট পুলিশ বাহিনী: ঘোষণা প্রধানমন্ত্রীর

স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।  পরে পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।  এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য-‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’।

পুলিশের জন্য রাশিয়া থেকে দু’টি হেলিকপ্টার ক্রয়ের পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক বিভাগে পুলিশের জন্য হাসপাতাল নির্মাণের পদক্ষেপ নেয়া হচ্ছে।  এতে পুলিশ সদস্যরা বিভাগীয় পর্যায়ে সহজে উন্নত চিকিৎসা নিতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী জনগণের পুলিশ হিসেবে সেবা দিয়ে যাচ্ছে।  জনগণের মনে পুলিশ সম্পর্কে যে আস্থা অর্জন হয়েছে, তা যেন অক্ষুণ্ণ থাকে।’

প্রধানমন্ত্রী করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।

এবার ২০২২ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), আর ২৫ পুলিশ সদস্যকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হচ্ছে।