এবার সৌদি ফুটবলে নাম লেখালেন জেরার্ড

গুঞ্জন চলছিল অনেকটা সময় ধরেই।  শেষ পর্যন্ত তাই সত্যি হলো।  কোচ হিসেবে সৌদি ফুটবলে নাম লেখালেন স্টিভেন জেরার্ড।  সাবেক ইংলিশ মিডফিল্ডারকে নিয়োগ দিয়েছে আল ইত্তেফাক।  সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জেরার্ডকে কোচ করার খবর জানায় আল ইত্তেফাক।

গত বছরের অক্টোবরে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব হারান জেরার্ড।  এরপর থেকে লম্বা সময় বেকার থাকার পর এবার সৌদি আরবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন লিভারপুলের সাবেক এই ফুটবলার।

২০১৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেন জেরার্ড।  কোচ হিসেবে তার যাত্রা শুরু হয় ২০১৮ সালে, স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নিয়ে।  ৪৩ বছর বয়সী জেরার্ডের হাত ধরে ২০২০-২১ মৌসুমে ১০ বছরের মধ্যে নিজেদের প্রথম স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপা জেতে রেঞ্জার্স।