এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাসের মাথায় এবার এস আলম অয়েল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকার এস আলম এডিবল অয়েল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ টা ২৭ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সকাল ১০ টা ১০ মিনিটে আগুন নির্বাপিত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভির্স। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১০ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত শেষে জানা যাবে। এর আগে গত ৪ এপ্রিল কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকার এস আলম সুগার মিলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।