এফবিসিসিআই ও কোইমার মধ্যে সমঝোতা স্মারক সই 

 

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির(এফবিসিসিআই)এবং কোরিয়া ইমপোরটারস অ্যাসোসিয়েশন (কোইমা)একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ।

(৬ নভেম্বর) সোমবার ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ-কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কোইমার  একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ৫-৬ নভেম্বর ঢাকা সফর করেছে। প্রতিনিধিদলের সফরে ঢাকার একটি হোটেল বাংলাদেশের এফবিসিআই এবং কোইমার মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে চলমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে চলতি বছর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য গুরুত্বপূর্ণ অবস্থানে এসেছে। আমি আশা করছি, বাংলাদেশের ব্যবসায়ীরা কোরিয়ার অগ্রাধিকারমূলক বাণিজ্য নীতির সুবিধা নেবে।