এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ আবদুস সাত্তার (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বুধবার (২২ মে) ৫ নম্বর ব্রিজসংলগ্ন খালপাড় আবু তাহের কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, বুধবার এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।