নাঈম স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি (জিউসি) এলাকার কৃষক হাসমত আলীর বাড়ি থেকে এক রাতেই দু’টি মহিষ চুরির ঘটনা ঘটেছে। এতে নি:স্ব হয়ে পড়েছেন তিনি। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এরআগে, মঙ্গলবার রাত ১টা থেকে আড়াইটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। এদিকে, গত কয়েক সপ্তাহে গরু,ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি ও পানির মটর চুরির হিড়িক পড়ায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মহিষের মালিক মো: হাসমত আলী ওই গ্রামের জিউসি এলাকার (মাঝির ভিটা) মৃত খালেকের ছেলে। কৃষক হাসমত আলী বলেন, “অন্যান্য দিনের মতোই মঙ্গলবার দিবাগত রাতে গোয়ালঘরে মহিষ বেঁধে রেখে ঘরে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটার দিকে সেখানে গিয়ে দেখি গোয়ালে বেঁধে রাখা দুটি মহিষই নেই। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও মহিষ দু’টির সন্ধান পাইনি। মহিষ দু’টির মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা হবে। মহিষের গায়ের রং-কালো,শিং-দুইটি মাঝারী, দাঁত চারটি,লেজের গোফ কালো,অপর মহিষের গায়ের রং কালো শেওলা,শিং দুইটি মাঝারী, লেজের গোফ কালো। স্থানীয় কমর উদ্দিন জানান, গত ১৫দিন আগে ওই বাড়ি থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়। নিজের শেষ সম্বল বলতে ওই দুইটি মহিষই ছিল হাসমতের। তিনি ওই দুইটি মহিষ লালন পালনের পাশাপাশি মানুষের জমিতে মই দিয়ে থাকেন। এবারের কোরবানীর হাটে মহিষ বিক্রি করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসার চিন্তা ছিল হাসমতের। তিনি আরও বলেন, “রাত ২টার দিকে মাধখলার দিকে কয়েকজন ব্যক্তি ট্রাকে করে মহিষ নিয়ে চলে যাচ্ছেন এমন চিৎকার চেচামেচি করে আশপাশের লোকজন বেরিয়ে এসে ট্রাকটিকে ধরার চেষ্টা করলেও সেটা আর ধরা যায়নি”। এ বিষয়ে শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপপরিদর্শক (এস.আই) রওশন জানান, বুধবার দুপুরের দিকে অভিযোগ পাওয়া গেছে । মহিষ দুইটি উদ্ধারের তৎপরতা চলছে।