রাজধানীর কুড়িল বিশ্বরোড এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঈদের দিন বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঢাকা জোনের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সোয়া ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে ওই গাড়িতে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুনের কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।