একদিন বাড়ল ঈদের ছুটি

ঈদের ছুটি একদিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। সোমবার (১৯ জুন ) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছিল। সরকারি ফোরামের সুপারিশের পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানায়। ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ জুন ঈদুল আজহার সরকারি ছুটি।

১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ফলে সাধারণ ছুটি পড়বে চারদিন। আর এখন একদিন বাড়ানোয় সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচদিন হবে।