মো. শাহজান (৪২) পেশায় একজন দিনমজুর। থাকে নগরীর অক্সিজেন এলাকার মীরপাড়ায়। একই এলাকায় থাকেন তারই বন্ধু আলম।
ঘটনাটি বুধবার দুপুরের। ঘরের জন্য বাজার করতে বের হন শাহজান। পথিমধ্যেই দেখা হয় বন্ধু মঞ্জুরের সাথে। কথাবার্তার এক পর্যায়ে মঞ্জুরুল শাহজানের কাছ থেকে একটি সিগারেক খেতে চায়। তবে এতে অসম্মতি জানায় শাহজান। এই অসম্মতি থেকে কথা কাটাকাটি এক পর্যায়ে তা হাতাহাতির রূপ নেয়।
শাহজান নিজের কাছে টাকা নেই বলেল মঞ্জুরুল বলে ‘টাকা না থাকলে নেই, বাকিতে হলেও খাওয়াতে হবে’। এতেও শাহজান অসম্মতি জানালে এক পর্যায়ে মঞ্জুরুল ক্ষিপ্ত হয়ে শাহজানকে ছুরিকাঘাত করে। এঘটনায় প্রতক্ষদর্শীরা শাহজানকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
প্রতক্ষদর্শীরা বলেন, হাতাহাতির এক পর্যায়ে মঞ্জুরুল শাহজানকে প্রথমে গলায় ও পাজরে এরপর একে একে তিনবার হাতে ছুরিকাঘাত করে। আমরা পুলিশকে কল দিলে পুলিশ এসে মঞ্জুরুল আলমকে আটক করে নিয়ে যায়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, এইটা একটা ছোট্ট ঘটনা। সিগারেট খাওয়াতে অসম্মতি জানানোয় দিনমজুর শাহজানকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় শাহজানের স্ত্রী শাহীনা বেগম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আমরা মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করি। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে।