একই ফ্রেমে শীর্ষ তিন ‘শিরোনামহীন’

চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশো—বর্তমান বাংলাদেশি শোবিজ অঙ্গনের অন্যতম শীর্ষ তারকা।  এই তিন অভিনেতার জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং কাঁটাতারের বেড়া পেরিয়ে চলে গেছে ওপার বাংলাতেও।  শুক্রবার (৯ জুন) জুমার দিনে পাঞ্জাবি পরিহিত ছবিতে এক ফ্রেমে ধরা দিলেন তারা।

শুক্রবার (৯ জুন) দুপুর ১টা ১০ মিনিটে চঞ্চল চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন।  যেখানে হাস্যোজ্জ্বল মুখভঙ্গিতে ধরা দেন এই তিন তারকা।  ক্যাপশনে চঞ্চল লেখেন, ‘শিরোনামহীন….’।  হয়তো ক্যাপশন দেওয়ার মতো কিছু খুঁজে পাননি বলেই এমনটা লিখেছেন এই অভিনেতা।

পছন্দের তিন তারকাকে একসঙ্গে দেখে যেন খুশির সীমা নেই ভক্তদের মনে।  মন্তব্যের ঘরে চোখ রাখলেই বিষয়টি পরখ করা যায়।  শুধুই কি অনুরাগীদের ভিড়? না, কমেন্টে দেখা গেল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকেও।  তিনি লিখলেন, ‘আপনাদের জয় হোক’।  জবাবে চঞ্চল দিলেন লাভ এবং হাতজোড় ইমোজি।  বোঝাই যাচ্ছে, শুভকামনা পেয়ে ওপার বাংলার সতীর্থকে ভালোবাসাসমেত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

কমেন্টে দেখা মিলেছে অভিনেত্রী শাহনাজ খুশিরও।  তিনি লেখেন, ‘ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক-কমেন্টস করে ধন্য হতে।  এত বড় বড় সেলিব্রিটি এক জায়গায়! বাপ রে বাপ! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে! ’

এরপর এই অভিনেত্রী আরও বলেন, ‘ফান করা শেষ!! সত্যিই আমি গুণমুগ্ধ তোমাদের। তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহংকার তোমরা। ’

চঞ্চল, মোশাররফ, নিশো তিনজনকে এক ফ্রেমে দেখে ভক্তদের মনে জল্পনা, তবে কি নতুন কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করবেন তারা? না কি শুধুই চলতে পথে স্বাভাবিক দেখা-সাক্ষাৎ? খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালে মুঠোফোনে তোলা।

প্রসঙ্গত, এ বছরই টলিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।  সৃজিত মুখার্জির নির্মাণে ‘পদাতিক’ ছবিতে অভিনয় করেছেন তিনি।  এটি কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক।

অন্যদিকে আফরান নিশোর অভিষেক হচ্ছে সিনেমায়।  রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছেন এই তারকা।  অন্যদিকে গেলো এপ্রিলে ‘মহানগর ২’ সিরিজ দিয়ে বাজিমাত করে আপাতত কিছু টিভি নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন মোশাররফ করিম।