সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রধান কোচ। গত মৌসুমে মাঝপথে সাইফুল বারী টিটুর অব্যাহতির পর প্রধান কোচের দায়িত্ব পান তিনি। ২০১৫ কেরালা সাফে জাতীয় দলের সহকারি কোচ এবার মিন্টুকে সেপ্টেম্বরে এএফসি অ-২৩ বাছাইয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) জাতীয় দল কমিটির অনুষ্ঠিত মূলতবি সভায় মিন্টুকে প্রধান এবং মাসুদ পারভেজ কায়সারকে সহকারি কোচ করা হয়েছে এএফসি অ-২৩ টুর্নামেন্টের জন্য। কায়সার প্রিমিয়ার লিগের দল ফর্টিজ এফসির সহকারি হিসেবে কাজ করছেন। জাতীয় দল কমিটির সভায় বাফুফেতে সশরীরে ছিলেন দুই জন। কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদসহ বাকিরা অনলাইনে যুক্ত ছিলেন।
সভা শেষে জাতীয় দল কমিটির অন্যতম সদস্য সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘সবার আলোচনার ভিত্তিতে মিন্টুকে প্রধান ও কায়সারকে সহকারি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ‘ সেপ্টেম্বরে জাতীয় দলের প্রীতি ম্যাচ, এএফসি অ-২৩ একই সময়ে পড়ায় বাফুফে আলাদা কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে। গত আসরে এএফসি অ-২৩ বাছাইয়ে মারুফুল হককে দায়িত্ব দিয়েছিল বাফুফে।