এই সরকারকে বিদায় করতে আজ জনগণ মাঠে নেমেছে

ড্যাবের মানববন্ধনে ড. মোশাররফ

সরকার বিচার ব্যবস্থাকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস মামলার আসামি না হলেও তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে ড. মোশাররফ বলেন, গণসমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্বরোচিত ক্র্যাকডাউন চালিয়েছে সরকার, যা স্বাধীন বাংলাদেশে কেউ চিন্তাও করতে পারে না।  অফিসে লুটপাট চালানো হয়েছে।  প্রায় সাড়ে চারশ’ নেতাকর্মীকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।  তারা ঢাকাসহ সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করে।  রাস্তা অবরোধ ও পরিবহন ধর্মঘট করেও গণসমাবেশ ঠেকাতে পারেনি।  বরং জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল।

খন্দকার মোশাররফ বলেন, সরকার গায়ের জোরে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে।  দ্রব্যমূল্য লাগামহীন।  মধ্যবিত্তরা দরিদ্র হয়ে গেছে।  সেজন্য জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।  তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে।  সবার নামে মিথ্যা মামলা দিয়েছে।

তিনি বলেন, আজ জনগণ আওয়াজ তুলেছে- এই সরকারকে বিদায় করতে হবে।  সেজন্যই আজ মানুষ মাঠে নেমেছে।  ২৪ ডিসেম্বর পুলিশ সারা দেশে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে।  পঞ্চগড়ে আবদুর রশিদ নামে একজনকে গুলি করে হত্যা করেছে।  তবুও গণমিছিল ঠেকাতে পারেনি।

এসময় ঢাকায় ৩০ ডিসেম্বরের গণমিছিল সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।  বিএনপির শীর্ষ এই নেতা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে জনগণ বিদায় করবে।