উৎসের রাতেই হারলো বার্সেলোনা

এস্পানিওলের মাঠে গত সপ্তাহে জিতে চার ম্যাচ আগেই লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা।  রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শনিবারের (২০ মে) ম্যাচ শেষে শিরোপা উৎসব করার পরিকল্পনা করেছিল তারা।  কিন্তু সেই উৎসব ম্লান করে দিলো সোসিয়েদাদ।

ন্যু ক্যাম্পে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা।  চলতি লিগ মৌসুমে ঘরের মাঠে এই প্রথমবার হারলো তারা।  ৫ মিনিটে মাইকেল মেরিনো সোসিয়েদাদকে এগিয়ে দেন।  বিরতির পর আরেকটি গোল করে অতিথিরা।  ৭১ মিনিটে আলেক্সান্দার সরলোথ স্কোর ২-০ করেন।

ফেভারিট হিসেবেই এই ম্যাচ খেলতে নেমেছিল বার্সা।  অথচ শিরোপা উৎসবের দিন ইতিহাস বদলে গেলো।

খেলার শুরুতেই সরলোথের অ্যাসিস্টে সহজ গোল করেন মেরিনো (১-০)।  সরলোথ দ্বিতীয়ার্ধে গোল করেন (২-১)।  ৯০ মিনিটে লেভানডোভস্কি গোল করে ব্যবধান কমান (২-১)।  লিগ মৌসুমের ২২তম গোল করে পিচিচি ট্রফির দৌড়ে আরও এগিয়ে গেলেন পোল্যান্ডের স্ট্রাইকার।  ৩৫ ম্যাচে চতুর্থ হারে আগের ৮৫ পয়েন্ট নিয়েই শীর্ষে আছে বার্সা।  চলতি মৌসুমে আরও তিন ম্যাচ খেলবে তারা।  এই জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে আগামী চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা জোরালো করলো সোসিয়েদাদ।