উয়েফা নেশন্স লিগের ফাইনালে ক্রোয়েশিয়া

উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। বুধবার দিবাগত রাতে রটারডামে অনুষ্ঠিত সেমিফাইনালে আয়োজক নেদারল্যান্ডসে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল। ক্রোয়েশিয়া ফাইনালে স্পেন অথবা ইতালির মুখোমুখি হবে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দ্বিতীয় সেমিফাইনালে দল দুটি মুখোমুখি হওয়ার কথা ছিল।
নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল ক্রোয়াটরা। ম্যাচের ৩৪ মিনিটে ডাচদের দোনিয়েল মালেন গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর ৫৫ মিনিটে ক্রোয়েশিয়ার আন্দ্রেজ ক্রামারিক পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। এরপর ৭২ মিনিটে মারিও পাসালিক গোল করে এগিয়ে নেন দলকে। সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি ২-১ ব্যবধানে শেষ হতে যাচ্ছে। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে (৯০+৬) নেদারল্যান্ডসের নোয়া লাং গোল করে সমতা ফেরান। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়টুকু অবশ্য নিজেদের করে নেন ক্রোয়েশিয়ার খেলোাড়রা। ৯৮ মিনিটে ব্রুনো পেটকোভিচ গোল করে এগিয়ে নেন দলকে। আর ১১৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচ পেনাল্টি থেকে গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন, নিশ্চিত করেন প্রথম ফাইনাল।