সীতাকুণ্ডে প্রতিদ্বন্দ্বিতাহীন উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচীত হলেন চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান প্রার্থীরা।
উপজেলা পরিষদ হল রুমে ঘোষিত ফলাফলে অনুযায়ী চেয়ারম্যান পদে আরিফুল আলম রাজু ৫৯৭৯৫, ভাইস চেয়ারম্যা গোলাম মহিউদ্দিন ৫৮০২০ ও মহিলা ভাইন চেয়ারম্যার শাহিনুর আক্তার বিউটি ৫৪৭৯২ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
বেসরকারী ফলাফল ঘোষনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাসহ অন্যন্য দপ্তরের কর্মকর্তাগণ।
অন্যদিকে, সব ধরনের আয়োজন শেষে ভোট সম্পন্ন করা হয়। কিন্তু সকাল থেকে ভোট ক্রেন্দ্রগুলো ফাঁকা থাকায় নির্বাচনী আমেজে ভাটা পড়ে। ভোটার উপস্থিতির হার নাজুক অবস্থায় থাকায় ভোটারদের কেন্দ্র আনতে অসামর্থ্য হন প্রার্থীর লোকজন। এছাড়া একই দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বহু কেন্দ্রে কয়েকজন প্রার্থীর এজেন্ডদের পাওয়া যাইনি। তবে এ ক্ষেত্রে এজেন্ডদের বের করে দেয়ার অভিযোগ তুলেন ভাইস চেয়ারম্যান জালাল আহাম্মেদ।
উল্লেখ্য, ৯২ টি কেন্দ্রে ভোট প্রদান করেছে ভোটাররা। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার। উপজেলা রির্টারিং কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তার তত্বাবধানে নির্বাচন সম্পন্ন করা হয়।