উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় উত্তরা ৯ নম্বর সেক্টরের ২২ নম্বর বাসায় আগুন লাগে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি বলেন, উত্তরায় একটি ষষ্ঠতলা আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ারের এ কর্মকর্তা।