উচ্চআয়ের দেশে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে আইএমএফ

বাংলাদেশ সফররত আইএমএফের ডিএমডি অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করে বলেছেন, একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চআয়ের দেশে উত্তরণে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যাহত রাখবে।  আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী।

সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ বলেন, সমগ্র বিশ্ব কোভিড-১৯ এর অভিঘাতের কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।  পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কঠিন পরিস্থিতি বিরাজ করছে।  উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনৈতিক দেশগুলো মুদ্রাস্ফীতি সংক্রান্ত চাপ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংক্রান্ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।  এসব সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় আইএমএফ পাশে থাকবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আইএমএফ বাংলাদেশকে যে সহযোগিতা প্রদান করছে, সে বিষয়ে সংসদ সদস্যদের আইএমএফ-এর রিসোর্স পারসন দ্বারা অরিয়েন্টেশনের মাধ্যমে অবহিত করলে এ বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে।  এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব, সরকারি হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে ভবিষ্যতে আইএমএফ প্রতিনিধিদলের সভা ও সেমিনার আয়োজনের অনুরোধ জানান তিনি।  এক্ষেত্রে প্রয়োজনে বিদ্যমান আইনের সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করেন স্পিকার।  একইসঙ্গে বাংলাদেশ সফরের জন্য আইএমএফ প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় স্পিকার দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রায় এক কোটি মেয়ে শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে বৃত্তি প্রদানসহ নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে সরকারের সফলতার চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনৈতিকভাবে হিমশিম খেলেও, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।  সরকার দারিদ্র্য দূরীকরণ ও খাদ্য নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়ার পাশাপাশি টিসিবি ও ভিজিএফ কার্ডের মাধ্যমে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মতো নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।