উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ভিক্টোরিয়া লেকে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে এবং ৫ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় সময় বুধবার (২ আগস্ট) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া এই নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।

পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেই সময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।

দুর্ঘটনার পর ৯ যাত্রীকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে পুলিশ নৌপথে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরার আহ্বান জানান যাত্রীদের প্রতি। এ ছাড়া নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করার ও পরামর্শ দেয়া হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভিক্টোরিয়া আফ্রিকার অন্যতম বৃহত্তম লেক বা হ্রদ। এই লেকটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত। এই লেকের আয়তন ৭০ হাজার বর্গ কিমি (২৭ হাজার বর্গ মাইল), যা মোটামুটি আয়ারল্যান্ডের আয়তনের সমান।

এমএইচএফ