উইন্ডিজ সিরিজ দিয়ে মিশন শুরু ভারতের

তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

এইতো কিছুদিন আগে শেষ হয়েছে ২য় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।  তার রেশ শেষ হতে না হতেই তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের তোড়জোড় শুরু হয়ে গেছে।  আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শুরু করবে ভারত।  এ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া।

১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরের রানার্স-আপ ভারত।  ২০ জুলাই থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  এ ম্যাচটি দু’দেশের জন্য শততম টেস্ট হবে।  এ পর্যন্ত ৯৮টি টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল।

টেস্ট শেষে বার্বাডোজে ২৭ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  ২৯ জুলাই দ্বিতীয় এবং ১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।  ৩ আগস্ট থেকে ৫ ম্যাচের টি-২০ সিরিজ মাঠে গড়াবে।  ৬ ও ৮ আগস্ট দ্বিতীয় ও তৃতীয় টি-২০ এবং ১২ ও ১৩ আগস্ট টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত সিরিজের সূচি: ১২-১৬ জুলাই: প্রথম টেস্ট (ডোমিনিকা), ২০-২৪ জুলাই: দ্বিতীয় টেস্ট (ত্রিনিদাদ), ২৭ জুলাই: প্রথম ওয়ানডে (বার্বাডোজ),  ২৯ জুলাই: দ্বিতীয় ওয়ানডে (বার্বাডোজ), ১ আগস্ট: তৃতীয় ওয়ানডে (ত্রিনিদাদ), ৩ আগস্ট: প্রথম টি-২০ (ত্রিনিদাদ),

৬ আগস্ট: দ্বিতীয় টি-২০ (গায়ানা), ৮ আগস্ট: তৃতীয় টি-২০ (গায়ানা), ১২ আগস্ট: চতুর্থ টি-২০ (ফ্লোরিডা), ১৩ আগস্ট: পঞ্চম টি-২০ (ফ্লোরিডা)।