ঈদে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় মিষ্টি বিনিময় করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ভারতের ১১২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট এবং বিএসএফ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।  এ সময় বিএসএফের স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডারসহ কর্তব্যরত বিএসএফ সদস্য, বিজিবির কোম্পানি ও ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।এছাড়াও অত্র ব্যাটেলিয়নের বিপরীতে ৮৫, ১০২ ও ১১২ ব্যাটালিয়ন বিএসএফের ২১টি বিএসএফ ক্যাম্পে মিষ্টি বিতরণ করা হয়েছে।