নেত্রকোণার কলমাকান্দায় পাহাড়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়নের চিংন্নী বাজারে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমতলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) ও তার ভগ্নিপতি মুজিবর রহমানের ছেলে নবী হোসেন (৩৫) এবং কবির হোসেনের ছেলে হৃদয় মিয়া (২৩)। তারা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে সীমান্ত এলাকায় মোটরসাইকেল নিয়ে পাহাড়ে ঘুরতে যান তারা। পরে বিকেলে ফেরার পথে চিংন্নী বাজার এলাকার সীমান্ত সড়কে মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে ছিটকে পড়ে যান।
এসময় স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।