ঈদগাঁওতে কেমিস্টসএন্ড ড্রাগিস্ট সমিতির  সমাবেশ অনুষ্ঠিত

 বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি ঈদগাঁও উপজেলার কেমিস্টস সমাবেশ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত  বৃহস্পতিবার ঈদগাঁও পাবলিক লাইব্রেরী হলে এ সমাবেশের আয়োজন করা হয়। ঈদগাঁও উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ শাহনেওয়াজ মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ হাফিজুর রহমান মিয়া।
 প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি কক্সবাজার জেলার সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক) কনক কান্তি শর্মা ও সংগঠনের ঈদগাঁও উপজেলার সিনিয়র সহ-সভাপতি রফিকুর রহমান রফিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাঁও শাখার এহসানুল হক।
আয়োজকদের ভাষায়, সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র এ জাতীয় সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখার কার্যকরী পরিষদের ডাক্তার শামসুল হুদা চৌধুরী, হুমায়ুন কবির, ছালামত উল্লাহ রাজন, রেজাউল করিম, হাবিব উল্লাহ হাবিব, মোরশেদুর রহমান, এশো সহ অনেকেই উপস্থিত ছিলেন।
 এতে ঔষধের নূন্যতম খুচরা মূল্য নির্ধারণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দাবি উত্থাপন ও আলোকপাত করা হয়।