ইস্পাহানী মাস্টার্স টি-২০ ক্রিকেট  সেমি ফাইনালে হাক্কানী ও আগ্রাবাদ মাস্টার্স

চিটাগাং আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসরে শুক্রবারের (১৯ মে) খেলায় হাক্কানী ক্রিকেট ক্লাব ও আগ্রাবাদ মাস্টার্স জিতেছে।  এতে দুই জয়ে উভয়ে সেমিফাইনালে পৌঁছে।

এম এ আজিজ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় হাক্কানী ক্লাব ৮ রানে শহীদ শাহাজাহান সংঘ (ত্রিপল এস) মাস্টার্সকে হারায়।  প্রথমে ব্যাট করে হাক্কানী ক্লাব ২০ ওভারে ৯ উইকেটে করে ১২৩ রান।  জবাবে ত্রিপল এস মাস্টার্স ১৯.৩ ওভারে ১১৫ রানে সবাই আউট হয়।  ম্যাচসেরা ইমরানের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল।  এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস ক্রিকেট কমিটির চেয়ারম্যান রাকিবুল হাসান।

সংক্ষিপ্ত স্কোর- হাক্কানী ক্লাব: ১২৩/৯/২০ (ইমরান ৪৭, তারেক ২৩, রাজিব ১২, সামিউল ১০, রিপন ২/২৫, সুজন ২/১৬, তৌহিদুল ৩/২৩), ত্রিপল এস: ১১৫/১০/১৯.৩ (মাসুম ২২, রাজেশ ২৩, শিপলু ১৮, বাবলা ৪/১৫, নাহিদুজ্জামান ৩/১৩, তৌহিদুল ৩/২৩)।

অপর খেলায় আগ্রাবাদ মাস্টার্স ৯ উইকেটে চিটাগাং ইউনাইটেড ক্রিকেট ক্লাবকে হারিয়েছে।  প্রথমে ব্যাট করতে গিয়ে ২০ ওভারে ৭ উইকেটে করে ১০১ রান।  ১০.২ ওভারে এক উইকেটে এ রানকে টপকায় আগ্রাবাদ মাস্টার্স।  ম্যাচসেরা ফারুব টিটু’র হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

চিটাগাং ইউনাইটেড: ১০১/৭/২০ (আজম ইকবাল ২৮, ইশতিয়াক ১৭, ফজলে রাব্বী খান ২৩, সজিব ৪/১৫, সুমন সাহা ১/১০, আদনান ১/১১), আগ্রাবাদ মাস্টার্স: ১০৩/১/১০.২ (ফারুক টিটু ৫৯, আল মামুন ২৪, ইকরাম আনোয়ার ১০*, ওয়াহিদুল আবেদীন শাকিল ১/১৮)।