ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেটে মুক্তিযোদ্ধার জয়

সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে শুরুটা ভালো হলো না স্টেডিয়াম পাড়া দল ফ্রেন্ডস ক্লাবের। গেল লিগে তৃতীয় স্থান পাওয়া দলটি ৪ উইকেটে হেরে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র লাল দলের কাছে। গতবার মুক্তিযোদ্ধার অবস্থান ছিল ১০ নম্বরে। তবে এবার তারা বেশ ভালো দল গড়েছে বলে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে এবং প্রথম ম্যাচেই তারা একটা নমুনা দেখালো বৈকি।

বুধবার (২৫ জানুয়ারি) এম এ আজিজ স্টেডিয়ামে টসে ব্যাট করতে বাধ্য হওয়া ফ্রেন্ডস ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ৩৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র লাল।

ফ্রেন্ডস ক্লাবের ইনিংসে শরিফুল সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া মাহফিজুল ইসলাম ২১, আইচ মাওলা ২৭, রায়হান রাফসান ৩২, সুজন দাশ ১৯, আসাদুজ্জামান অপরাজিত ১৩ ও মাজহারুল ইসলাম অপরাজিত ১০ রান করেন। মুক্তিযোদ্ধা লালের হয়ে রবিউল ইসলাম ও রাশেদুল বারি ২টি করে এবং সাইফুল ইসলাম ও জাওয়াদ ১টি উইকেট নেন।

১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মুক্তিযোদ্ধা জয় পেয়েছে, আনিসুল ইসলামের ৪৩, সালেহিনের অপ: ৪৩ এবং জাওয়াদের ৪২ রানের উপর ভর করে। অন্যান্যে মধ্যে জসিম ১৮ রান করেন। ফ্রেন্ডস ক্লাবের নুর আলম সাদ্দাম ৩টি, রায়হান রাফসান ২টি এবং মাজহার ১ উইকেট দখল করেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ব্রাদার্স ইউনিয়ন ও সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মুখোমুখি হবে।