নারায়ণগঞ্জ প্রতিনিধি : ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণ ও চিটাগাং রোড বাসস্ট্যান্ডে সরকারী আদমজীনগর এমডব্লিউ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা ভারতে হিন্দু পন্ডিত ও বিজেপি নেতার হযরত মোহাম্মদ (সঃ)-কে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, হযরত মুহাম্মদ (সঃ) নিয়ে যারা কটুক্তি করে তারা সারা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে এই অপমান সহ্য করবে না। তারা ভারতীয় পন্ডিত ও বিজেপি নেতার নিতেশ রামগিরি মহারাজ এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তা-না হলে এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য ভারতকে চরম মূল্য দিতে হবে। তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- সরকারি এম ডব্লিউ কলেজের সাবেক শিক্ষার্থী জে.এম আলমগীর, ইমন আহমেদ, সজিবসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।