ইসরাইলের বিরুদ্ধে ইরানের ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ। যেই অপারেশনের নাম ছিল ‘ট্রু প্রমিজ’। সফল সেই অপারেশন পরিচালনার পর এবার পুরস্কার পেলেন আমির।
ইসরাইলের বিরুদ্ধে এই অপারেশনে দারুণ সাফল্য পাওয়ায় ইসলামি বিপ্লবী গার্ডস কর্পস এরোস্পেস ফোর্সের কমান্ডারকে ‘মেডেল অফ ফাথ (বিজয়)’ প্রদান করেছেন নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি।
রোববার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহকে ‘অর্ডার অফ ফাথ’ দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ লিডার হিসেবে ভূষিত করা হয়। ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের দুর্দান্ত ‘ট্রু প্রমিজ’ অপারেশনের জন্য এই পদক দেওয়া হয় তাকে।
এর আগে, গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরউশানকে ইসরাইলি হত্যার জবাবে অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আইআরজিসি-এর মাধ্যমে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যার কয়েকদিন পরই এই পুরস্কার পেলেন আমির আলি হাজিজাদেহ।