ইয়ামাল কীর্তির ম্যাচে ব্যর্থতায় শুরু বার্সার

লা লিগায় রীতিমতো উড়ছিল বার্সা। সেই বার্সাকেই এবার ইউরোপ সেরার মঞ্চে মাটিতে নামিয়ে ছেড়েছে মোনাকো। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে দলটি। এমন ম্যাচে গোল করে কীর্তি গড়লেও দলকে জেতাতে পারেননি লামিনে ইয়ামাল।

 

প্রতিপক্ষের ডেরায় এদিন অবশ্য ম্যাচের শুরুতেই ভুল করে বসে বার্সা। ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় হ্যান্সি ফ্লিকের দল। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মোনাকোর তাকুমি মিনামিনোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া।

সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছে মোনাকো। এর ৬ মিনিট না যেতেই বার্সার জালে বল জড়িয়ে মোনাকোকে এগিয়ে নেন মাগনেস আকলিওচে। তবে বার্সাকে সমতায় ফেরাতে খুব বেশি সময় নেননি ইয়ামাল। ম্যাচের ২৮ মিনিটে তার গোলে সমতায় ফেরে বার্সা। আর তাতেই রেকর্ড বইয়ে নাম উঠে ইয়ামালের।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতার খেতাব জেতেন তিনি। ইয়ামাল গোল করেছেন ১৭ বছর ৬৮ দিনে। তার আগে শীর্ষে থাকা সাবেক বার্সা আনসু ফাতি গোল করছিলেন ১৭ বছর ৪০ দিনে।

ইয়ামালের কীর্তি গড়া গোলে বার্সা সমতায় ফিরলেও শেষ পর্যন্ত তাদের সেই সমতা ধরে রাখতে দেয়নি মোনাকো। ম্যাচের ৭১ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে মোনাকোকে জয় এনে দিয়েছেন জর্জ লেনিকেনা। ২-১ গোলের জয় পায় মোনাকো। বার্সার চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু হয় ব্যর্থতায়।

এদিকে চ্যাম্পিয়নস লিগে রাতের অন্য ম্যাচে আতলান্তার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে লাইপজিগের বিপক্ষে ২-১ গোলের জয় তুলেছে আতলেটিকো মাদ্রিদ।