ইয়াবাসহ মিরসরাইয়ে রোহিঙ্গা নারী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে ইয়াবা পাচারের সময় রোজিনা বেগম (৩০) নামক এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়েছে। ওই সময় তার কাছে থাকা এক হাজার পিস ইয়াবা ট্যাবেলট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রোজিনা বেগম কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ব্লক ই-এর বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। ওই সময় তাকে সন্দেহজনক মনে হলে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা ট্যাবেলট জব্দ করা হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক অভিযানে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। আটকের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।