ইমাম গাজ্জালী, মোস্তাফিজুর রহমান ও  সীতাকুণ্ড জিতেছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ৩টি খেলায় জয় পেয়েছে  রাউজান উপজেলার ইমাম গাজ্জালী কলেজ, লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ও সীতাকুণ্ড কলেজ ।

নগরীর পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রাউজান উপজেলার ইমাম গাজ্জালী কলেজ ২-০ গোলে চট্টগ্রাম কলেজকে পরাজিত করেছে।  জয়ী দলের রায়হান ও আসিফ গোল করেন।

অপর খেলায় লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ২-১ গোলে পটিয়া সরকারি কলেজকে হারিয়েছে।  এতে জয়ী দলের আসিফ ও রিয়াদ এবং বিজিত দলের আলিশান সজীব গোল করেন।

একই মাঠে অনুষ্ঠিত দিনের তৃতীয় ও শেষ খেলায় সীতাকুণ্ড কলেজ ১-০ গোলে সাতকানিয়া উপজেলার কর্ণেল অলী আহমদ বীর বিক্রম ডিগ্রী কলেজকে হারিয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ২টি খেলায় দুপুর ২টা ৩০ মিনিটে বাঁশখালী উপজেলার মাস্টার নজীর আহমেদ ডিগ্রী কলেজ ও  আনোয়ারা উপজেলার মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ এবং বিকেল ৪টা ৩০ মিনিটে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও ফটিকছড়ি সরকারি কলেজ মুখোমুখি হবে।