ইমরান খানের অবস্থা স্থিতিশীল

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা এখন স্থিতিশীল।

চিকিৎসক ফয়সাল সুলতানের বরাত দিয়ে ডন বলছে, পিটিআই চেয়ারম্যানের ডান পায়ে গুলি লেগেছে, তার অবস্থা স্থিতিশীল।  এক্স-রে ও স্ক্যানের প্রতিবেদন অনুযায়ী, ইমরানের পায়ে গুলির কয়েকটি টুকরো রয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি টুইট করে জানিয়েছেন, দলীয় প্রধান ইমরান এখন শঙ্কামুক্ত। তিনি আরও বলেন, এই হামলা শুধু ইমরান খানের ওপরই নয়, এটা গোটা পাকিস্তানি জাতির ওপর হামলা।

এদিকে লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিটিআইয়ের ছাত্রসংগঠন ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন।  ইমরানকে উদ্ধৃত করে এক টুইটে তারা বলেছে, শুক্রবার বেলা ১১টা থেকে লংমার্চ শুরু হবে।

আগাম জাতীয় নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের নেতৃত্বে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে দ্বিতীয় দফা লংমার্চ শুরু হয়।  লংমার্চ বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছালে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।  পায়ে গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেওয়া হয়।

এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন।  সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গত এপ্রিলে ক্ষমতা হারান ইমরান।  তারপর থেকে আগাম নির্বাচন দাবি করে আসছিল তার দল।