ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০০ জন। আজ সোমবার (২১ নভেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। সেখানকার সিয়ানজুর শহর ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান জানিয়েছেন, আহতদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ সময় জাকার্তার বাণিজ্যিক এলাকার অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে। ভবনগুলো কাঁপতে দেখা গেছে এবং আসবাবপত্র বেশ জোরে নড়ছিল।
স্থানীয় প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, শত শত বা হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে।
আবারও ভূমিকম্প হতে পারে। এজন্য লোকজনকে ফাঁকা স্থানে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেয়া হয়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায়, সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়।