ইন্দোনেশিয়ায় সোমবার (২১ নভেম্বর) আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে শত শত মানুষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিক্টার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পটির আঘাতের কেন্দ্র ছিল দেশটির প্রধান দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলীয় শহর চিয়ানজুর। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ বলছে, সোমবারের ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চিয়ানজুরের ১০ কি.মি. ভূগর্ভে।
চিয়ানজুর থেকে ১০০ কি.মি. দূরে রাজধানী জাকার্তায়ও ভূকম্পন বেশ জোরেই অনুভূত হয়। সে সময় রাজধানীর উঁচু ভবনগুলো থেকে আতঙ্কে মানুষ ছুটে বাইরে বেরিয়ে আসে।
প্রতিবেদনে আরও বলা হয়, অনেক মানুষকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এছাড়া অনেককে হাসপাতালের বাইরে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে কর্মকর্তারা সাবধান করেছেন, মূল ভূমিকম্পের পর ছোট ছোট একাধিক ভূকম্পন হতে পারে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।
দেশটির যে অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে, সেখানে জনবসতি বেশ ঘন এবং এলাকাগুলো ভূমিধসপ্রবণ। ধ্বংসস্তূপে হন্যে হয়ে আটকে পড়া মানুষগুলোকে খুঁজছেন উদ্ধারকর্মীরা। কেউ বা আহত কাউকে উদ্ধারের পর ছুটছেন হাসপাতালের পথে। পুরো সিয়ানজুরে স্বজনদের কান্না আর আহাজারি। চিয়ানজুরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হারমান সুহারমান সাংবাদিকদের বলেছেন, অনেক জায়গা থেকে নতুন নতুন শবদেহ এবং আহতদের নিয়ে আসা হচ্ছে।
এদিকে, কোথাও কোথাও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সোমবার রাতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল থেকে উদ্ধারকাজে অংশ নিচ্ছে আরও কয়েকশ’ পুলিশ সদস্য। আনতারা নিউজ এজেন্সিকে দেশটির ন্যাশনাল পুলিশের মুখপাত্র দেদি প্রসেতিও জানান, ভুক্তভোগীদের উদ্ধার করাই এখন তাদের প্রধান কাজ।