ওয়েস্ট ইন্ডিজ এ: ৪২৭/৭/ ডিক্লেয়ার
বাংলাদেশ এ: ২৬৪ ও ৫/০
(এখনো ১৫৮ রানে পিছিয়ে)
ওয়েস্ট ইন্ডিজ এ দল থামলো বৃহস্পতিবার (১৮ মে) তৃতীয় দিনের শুরুতেই, ইনিংস ঘোষণার আগে ৭ উইকেটে ৪২৭ রান ঝুলিতে জমা করে। জবাব দিতে নেমে ২৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ রান তুলে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
আগের দিনের ৬ উইকেট হারিয়ে ৪১৭ রান করে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ৭৩ রানে অপরাজিত ছিলেন জশুয়া ডি সিলভা। ৪ রান যোগ করার পর তিনি ফিরলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
বাংলাদেশের সবচেয়ে সফল ছিলেন মুশফিক হাসান ৫৪ রানে তিন উইকেট নেন। এছাড়া ১১৬ রানে স্পিনার নাঈম হাসান দুটি এবং ৬৬ রান দিয়ে রিপন মণ্ডল এক উইকেট নেন। একটি উইকেট পান সাইফ হাসানও।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২ রান করে শুরুতে আউট হন সাদমান ইসলাম। এরপর ইনিংস বড় করতে পারেননি জাকির হাসান (৩০) ও মাহমুদুল হাসান জয় (৬৮)।
তিন ব্যাটারকে হারানো দলের হাল ধরেন সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। আফিফের সঙ্গে তার ১০১ রানের জুটি ভাঙ্গে রাইমন রিফারের বলে। তার ওভারে ফ্লিক করতে গিয়ে ক্যাচ দেন ৪১ বলে ৪৫ রান করা আফিফ।
এরপর সাইফ হাসানও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। ১৪ চার ও ২ ছক্কার ইনিংসে ৭১ বলে ৯৫ রান করে আন্তনি ম্যাকিউজাস্টারের বলে তার হাতেই ক্যাচ দেন। এরপর দলের একমাত্র ভরসা হয়ে লড়েন জাকের আলি অনিক।
ইনিংসের শেষ অবধি অপরাজিত থেকে ৪ চার ও ২ ছক্কায় ১২৩ বলে ৬৪ রান করেন তিনি। কিন্তু পরের ব্যাটাররা আর সঙ্গ দিতে পারেননি তাকে। শেষ ৮০ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। ১০ বলে ৫ রান করা সাদমান ও ২ বলে শূন্য রান করা জাকির বাংলাদেশের পক্ষে চতুর্থ দিন শুরু করবেন।