ইনস্টাগ্রাম রিলস ভিডিও নামাবেন যেভাবে

নতুন ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম।  এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম রিলস ভিডিও ডাউনলোড করতে পারবেন।  এতদিন ধরে এই ফিচারের অপেক্ষাতেই ছিলেন ব্যবহারকারীরা।

ইনস্টাগ্রামের প্রধান আদাম মোসেরি ঘোষণা করেছেন, অ্যাপের অফিসিয়াল চ্যানেল থেকেই নতুন আপডেটটি পাবেন ব্যবহারকারীরা।

কীভাবে ডাউনলোড করবেন
প্রথমে আপনাকে  রিলসটি খুলতে হবে, যেটি আপনি ডাউনলোড করতে চান।  এবার ভিডিও চালু থাকা অবস্থায় শেয়ার আইকনে ট্যাপ করে অ্যাড টু স্টোরি বাটনে ক্লিক করতে হবে।  পরের পৃষ্ঠায় রিলস ভিডিওর ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে সেভ বাটনে ট্যাপ করলেই ভিডিওটি ফোনে সেভ হয়ে যাবে।  এরপর স্টোরি আপলোড না করে ডিসকার্ড অপশনে ক্লিক করলেই ভিডিওটি ক্যামেরা রোল অপশনে পাওয়া যাবে।

এখন আপনার যদি পাবলিক অ্যাকাউন্ট থাকে, তাহলে বাই ডিফল্ট রিলস ডাউনলোডের অপশনটি চলে আসবে।  তবে আপনি চাইলে ভিডিও ডাউনলোডিংয়ের অপশনটিকে বন্ধও করে রাখতে পারেন।  সেজন্য আপনাকে প্রোফাইল থেকে সেটিংস অপশনে গিয়ে প্রাইভেসি > শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস > রিলস ডাউনলোড অপশনগুলিতে এক-এক করে যেতে হবে।  সেখানে ডাউনলোড বাটনের টগল অফ করে রাখতে পারেন।

আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি রিলস ডাউনলোড করার অপশনটি দেখতে না পান, তাহলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নিতে পারেন।