ইউরোপা লিগের ফাইনালে এক পা রোমার

ইউরোপা লিগে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমা।   বৃহস্পতিবার (১১ মে)  রাতে সেমিফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ঘরের মাঠ অলিম্পিকেই বেয়ার লেভারকুসেনকে স্বাগত জানিয়েছিলো রোমা।  ম্যাচের ৬২তম মিনিটে গিয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ২০ বছর বয়সী তারকা এডোয়ার্ডো বোভ।  রোমার যুব একাডেমি থেকেই উঠে এসেছেন বোভ।

রোমার ট্যামি আব্রাহামের দুর্দান্ত শট ঠেকিয়েছিলেন লেভারকুসেনের গোলরক্ষক লুকাস রাডেকি।  কিন্তু ফিরতি বলে শট নেন বোভ এবং জড়িয়ে যায় লেভারকুসেনের জালে।

৮৭তম মিনিটে সমতায় ফেরার একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছিলেন সফরকারী বেয়ার লেভারকুসেন।  কিন্তু জেরেমি ফ্রিমপংয়ের শট একেবারে গোললাইনে আটকে দেয়া হয়।  যার ফলে গোল হয়নি আর।

এএস রোমার সামনে ব্যাক-টু-ব্যাক ইউরোপিয়ান শিরোপা জয়ের হাতছানি।  কোচ হোসে মরিনহোর অধীনে গত মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগ শিরোপা জিতেছিলো তারা।

আগামী সপ্তাহেই লেভারকুসেনের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলতে যাবে এএস রোমা।  বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে সেভিয়া কিংবা জুভেন্টাসের মধ্যে বিজয়ী দলের।