ইউরিয়া সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার কর্মীরা জানায়, কারখানার দক্ষিণ প্রান্তে অ্যামোনিয়া প্ল্যান্টের রিফর্মার পাইপলাইন ফেটে আগুন ধরে যায়।  মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে শ্রমিকরা।  সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নি নির্বাপণকর্মী ও পাশের কাফকো সার কারখানার একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  তবে কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

কর্মীদের ভাষ্য, রিফর্মার পাইপলাইনটি পুরানো হওয়ায় ফেটে গিয়ে আগুন ধরে যায়।  এটি সংস্কার করলে এ ঘটনা ঘটত না।

কারখানার অতিরিক্ত প্রধান রসায়নবিদ প্রদীপ কুমার নাথ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটে।  পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সিইউএফএলের উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাহমুদুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে।