ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতায় রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আল জাজিরা জানিয়েছে, রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। তবে কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে রাজি নয় বলেও অভিযোগ করেন তিনি।
পুতিন বলেন, আমরা জাতীয় স্বার্থরক্ষায় লড়ছি। এ লড়াই আমাদের নাগরিকদের স্বার্থ সুরক্ষায়। জনগণকে রক্ষা করতে আমাদের আর কোনো উপায় নেই।
তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, তা ধ্বংস করা হবে। রুশ সেনারা ইউক্রেনে পেন্টাগনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করবে।
রাশিয়া ইউক্রেনে সঠিক পথেই আছে জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়াকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত।