ক্যারিয়ারের শুরুর দিকে ২০১০ সালে লর্ডসে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিস্মরণীয় সেঞ্চুরিতে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে টাইগার ক্রিকেটের তারকা এই ওপেনারের।
যে কারণে ইংল্যান্ডের মাটিতে খেলার প্রতি সবসময়ই আলাদা ভালোলাগা কাজ করে তামিমের। তবে রোববার (১৪ মে) ইংল্যান্ডের মাটিতে হয়তো শেষ ম্যাচটাই খেলে ফেললেন টাইগার ওয়ানডে অধিনায়ক।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী আগামী কয়েক বছরে ইংল্যান্ডের মাটিতে কোনো ম্যাচ নেই বাংলাদেশের। যে কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের মাটিতে কি শেষ ম্যাচ! জবাবে টাইগার এই অধিনায়ক বলেন, ‘আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব।
আগামী তিন-চার বছরে কোনো সূচি নেই। ততদিন পর্যন্ত হয়ত আন্তর্জাতিক ক্যারিয়ারে থাকবেন না তামিম! তেমনটিই হয়তো ইঙ্গিত দিয়েছেন। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।’