অবসর ভেঙে এজবাস্টন টেস্ট খেললেও পারফরম্যান্সে আলো কাড়তে পারেননি মঈন আলী। সেই সঙ্গে আঙুলের চোটে ভুগছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। লর্ডসে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তাই ঝামেলা এড়াতে স্কোয়াডে রেহান আহমেদকে যুক্ত করেছে ইংল্যান্ড।
অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংস মিলে বল হাতে ২০৪ রান দিয়ে মাত্র ৩ উইকেট পেয়েছিলেন। ব্যাট হাতেও খুব একটা সফল ছিলেন না বাঁহাতি এই ব্যাটার। প্রথম ইনিংসে ১৮ রান করা মঈন ইনিংসে করেছিলেন ১৯ রান।
যদিও মঈনের পারফরম্যান্সে খুশি প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তবে খানিকটা চোটের শঙ্কা থাকায় সতর্কতার জন্য রেহানকে দলে যুক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মাত্র ১৮ বছর বয়সেই ইংলিশদের হয়ে অভিষেক হয়েছে রেহানের। পাকিস্তানের বিপক্ষে অভিষেক সেই ম্যাচে ৪৮ রানে ৫ উইকেট নিয়ে কীর্তি গড়েছিলেন তরুণ এই লেগ স্পিনার।
যদিও লেস্টারশায়ারের হয়ে এবারের কাউন্টি মৌসুমটা বল হাতে ভালো কাটছে না তার। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি। যেখানে প্রতি উইকেটের জন্য রেহান রান খরচ করেছেন ৬৬.৬৭ গড়ে। ব্যাট হাতে অবশ্য ভালোই ছন্দে আছেন রেহান।