‘আ.লীগ ক্ষমতায় এসে মসজিদ মন্দির হয়নি, ৫৬০টি মডেল মসজিদ উপহার দিয়েছে’

বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সারাদেশের সব মসজিদ মন্দির হয়নি, বরং ৫৬০টি নতুন মডেল মসজিদ উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল।

শনিবার (২৬ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের শোক র‌্যালি ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, গ্রামের মহিলারা বলতো, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের সব মসজিদ মন্দির হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সারাদেশে নতুন করে ৫৬০টি মডেল মসজিদ উপহার দিয়েছে। আর জামায়াত বিএনপি সিরিজ বোমা হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, তাই আগামী নির্বাচনে জামায়াত বিএনপিকে প্রতিহত করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও উন্নয়নের সরকারকে পুনরায় ক্ষমায় আনতে একযোগে কাজ করতে হবে।

আমরা মু‌ক্তি‌যোদ্ধার সন্তান কমান্ডের খৈয়াছড়া ইউনিয়‌নের সভাপ‌তি গোলাম রসু‌লের সভাপ‌তিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান। উদ্বোধক ছিলেন মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- খৈয়াছড়া ইউনিয়ন মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার শ‌ফি উল্লাহ, ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনু ও আমরা মু‌ক্তিযোদ্ধারর সন্তান মিরসরাই উপ‌জেলা শাখার সভাপ‌তি নয়ন কান্তি ধুম।